আমি সকাল বেলার পাখি হয়ে
তোমাদের ঘুম ভাঙ্গাতে চাই।
উঠ তোমরা, সবাই মোরা
সকাল দেখতে চাই।

সূর্যি মামা দিচ্ছে উকি
খেলার ছলে ছলে
চাঁদের আবার ঘুম পেয়েছে
সূর্য এল বলে।

ডাকছি সবি দয়েল কোকিল!
তোমাদের ঘুম ভাঙ্গাতে চাই।
উঠ তোমরা, সবাই মোরা
সকাল দেখতে চাই।

প্রভাত বেলার সাথী হয়ে
খেলতে আমি চাই।
সকাল হলো সকাল হলো
সবার আগে বলতে আমি চাই।
সুপ্রভাত।