স্বপ্নের সাগরে আজ পেয়েছি তোমায়।
অজানা পথে দুজনা যাচ্ছি ভেলায়।
তোমার করুণ আঁখির ছোয়ায়।
জোৎস্নার আলোয় আমি সহাস্য বদন দেখিতে পায়।
আমি দেখিতে চায় তোমায় কোটিবার।
আমি দিতে চায় তোমার মনো-মতো উপহার।
আদব-লেহাজ ছাড়া মিলিয়াছি দুজনে হইয়াছে একাকার।
আধো অন্ধকারে হিংস্র প্রেমে মিলিয়াছি বারবার।
স্বপ্নের দেশে কখনো এথায় কখনো ওথায়
হুঁশ আছে তবু হুঁশ হীন ভাবে স্বপনে ঘুরে বেড়ায়। আঁখি খুলে দেখি আছি আমি আপন সজ্জায়।
শূন্য সজ্জা মিথ্যা স্বপন নাহি কেউ মোর বিছানায়।
আঁখি বন্ধ করে পড়ে থাকি আমি আপন ছলনায়।
স্বপ্নের লোভে যেতে চাই আমি ঘুমের দেশে না জানা ঠিকানায়।