ভুলিনি কখনো কাউকে আমি
শুধু সময়ের হিসেবে হারিয়ে যায়।
সকাল সন্ধ্যা হাজার কাজের মাঝে।
মনের ভেতরে কত চেনা মুখ,
অচেনার মত উঁকি দিয়ে যায়।
চিনতে পারি সবাইকে আমি।
কতো পরিচিত মুখ, তবু
শুধু হাই বলে ছেড়ে দিয়ে যায়।
সময়ের কাছে মোরা বড়োই অসহায়।
যে টুকু সময় ছিল মোদের কাছেতে।
বড়ো সস্তায় কিনেছে মোবাইল এসে।
কতো সস্তায় বেঁচেছি আমি।
লিখিনি হিসেবের খাতাতে।