উড়ে যায় প্রজাপতি
দেখি আমি তারে।
কতো যে রংয়ের বাহার দেখায় ওরে
উড়ে বেড়ায় নাচের ছলে, ফুলে ফুলে।
কতো সুক্ষ্ম সুক্ষ নক্সা থাকে ডানায়
নিখুঁত ভাবে না দেখিলে বিশ্বাস না হয়।
উড়ে যায় কাছে গেলে
দুলে দুলে যায় চলে।
আমার সাথে খেলার ছলে
গিয়ে বসে অন্য ফুলে।
মিশিয়েছে দুই ফুলে
করিয়াছে পরাগ মিলন।
মধু সংগ্ৰহের তালে তালে
করিতেছে রুপের প্রজনন।
তাহার সুন্দর, প্রকৃতির সুন্দর্য দেয় বাড়িয়ে
রঙ্গিন পেখম নিয়ে উড়ে যায় আকাশে।
মনের ব্যথা, বেদনা দেয় ভুলিয়ে
আমাকে প্রকৃতির কাছে দেয় হারিয়ে।