অপরকে ছোট করিতে করিতে
আমি পৃথিবীটা ছোট করে ফেলেছি
আমার অজান্তেই কখন আমি
তাহা বুঝতে পারিনি।
আপন প্রশংসায় বড়ো হতে গিয়ে
কখন যে ছোট হয়ে গেছি
তাহা বুঝতে পারিনি।
অন্যের কথার কমেডি করতে করতে
আমার অজান্তেই আমি
কমেডি ম্যান হয়ে গেছি।
অপরের সম্পর্ক ভাঙতে ভাঙতে
কখন যে নিজের সংসার ভেঙে গেছে
তাহা বুঝতে পারিনি।
অন্যের ভুল খুঁজতে খুঁজতে
কখন যে আমি সবার কাছে
ভুল হয়ে গেছি তাহা ও বুঝতে পারিনি।
আজ আমি সব বুঝতে পারি
বোঝাতে পারিনা কাউকে
অভিজ্ঞতার পাহাড় নিয়ে
আছি কবরস্থানের দিকে তাকিয়ে।