জীবকে কেন জন্ম দিলে ?
জীবন নিতে তাই।
নাই যে নিলে জীবন,
তোমায় ভয় করবে কেমন।
জীবনের ভয় জীবের রেখে,
জীবন দিলে তাই কি তাকে?
ভয় দেখিয়ে খোদা হবে,
তাই কি তোমায় স্মরণ রাখবে?
কেন তুমি জন্ম দিলে?
দাওনা আমায় একবার বলে।
নাই বা যদি বলবে তুমি
কেমন করে মানবো আমি।
তাই কি আজ ভয় দেখায়
সভ্য সমাজের দাদারা সবাই।
বন্দুক, পিস্তল খেলনা করে,
সুট করতে দিধা না করে।
তোমার নীতি অনুসরণ করে,
নিচ্ছে ওরা জীবন টারে।
দাপিয়ে বেড়াচ্ছে সারা পৃথিবী,
তকমা পেয়েছে সন্ত্রাসবাদী।
যাইবা দিক নাম তাদের,
ভয়যে, করে মানুষ ওদের।
প্রভু হওয়ার সখ জাগে তাই,
জীবন না দিয়ে ও, মারছে সবাই।