এ শান্ত পৃথিবীর ব্যস্ত মানুষ গুলো
ব্যস্ত করেছে পৃথিবীকে ভঙ্গ করেছে শান্তি কে।
শান্তির যে খামোসি ভাব তা-ভেঙে দিলো
শান্তির যে নিস্তব্ধতা ছিনিয়ে নিলো ব্যস্ত মানুষ গুলো।
কোথায় ছুটে চলেছে সমস্ত মানুষ
অজানা এক তাড়নায় অজানা এক ভাবনায়।
আমি আগে আমি আগে বলে ছুটে চলে সবাই
জানেনা কেউ কখন যে পিছিয়ে পড়ছে সবাই।
আমি ব্যস্ত কথাটি এত বার বলেছে মানুষ
স্থির কথাটি দিয়েছে চুকিয়ে।
হাতছানি দেয় মৃত্যুর ঘন্টা যখন
ফিরে পেতে চাই কাটানো ব্যস্ত সময় তখন।