আমি বিদ্রোহী হতে চায়না
আমি শুধু ভালোবাসা চেয়েছিলাম
আমি শুধু সবার সাথে মিশতে চেয়েছিলাম
আমি শুধু সম্মান চেয়েছিলাম সমাজের কাছে।
পেয়েছি শুধু লাঞ্ছনা, ঘৃণা,
তাই গেছে আমার জ্ঞান হারিয়ে
দুই চার কথা র্তক করে
বিদ্রোহী বলি মোরে।
বোঝায় হৃদয়েরে
দিয়েছিস আজ ওকে আচ্ছা করে।
আমি অপরাধ করেছি বড়ো
নীচু জাতির মানুষ হয়েছি
অন্য ধর্ম আমি মেনেছি
তোমার ছায়া আমি মেড়েছি।
করিনি তোমার বশ্যতা।
তাই আমার বর্ণ,ধর্ম দেখে
দিয়েছ আমায় তাড়িয়ে।
তবু করতে চায় না লড়াই
বেচেঁ থাকি ওটাকে শান্তনা করে
দুই চার কথা তর্ক করে
বিদ্রোহী বলি মোরে।