অভিমান সুরে বলে সন্ধ্যা
সুপ্রভাতের কদর কেন এতো?
আমি কি কলুষিত তাই?
প্রভাতের মতো এতো রূপ নাই তাই।
আমাকে দেখতে চাই না কেউ।
আমাই নিয়ে ভালোবাসার ছন্দ দিতে চাই না কেউ।
আমাই নিয়ে কতো ভুতুড়ে গল্প থাকে।
আমি লজ্জিত, অপমানিত, তবু ভালোবাসি সবারে।
আমার নিয়ে আসা চাঁদের উপর কতো ছন্দ থাকে।
তারার সাগর রেখেছি আমার বুকে, শুধু ছন্দের লোভে।
তবুও আমারে নিয়ে ছন্দ লেখেনা কেউ।
কখনো, তারাকে নিয়ে ছন্দের ওঠে ঢেউ,সেখানে আমায় রাখেনি কেউ।