বেশুমার পাপ নিয়া বেলা যায় বইয়া,
কিভাবে ধরা দিব সেই দিনে দাঁড়াইয়া।
প্রভাব তোমার ক্ষমা করিবার  আছে,
দয়া করিও মোর মরণের পরে।