আজ সারাদিন সাদা বক টাকে পাশ কাটালাম, তার কর্দমাক্ত পা আমার প্রার্থনা যোগ্য নয়।
পুকুর ভাঙা ক্যাপচা— মানুষ যাচাই করতে চায়, কিন্তু আমি সন্দিহান।
গাংচিলেরা ওপরে গাইছে দ্বিমাত্রিক স্তোত্র— শূন্যরা ঈশ্বরহীন, এক রা কোলাহলী।
এসব স্ক্রিপ্ট কে লেখে? পুরোনো পুঁথি ডিবাগ করেছি, আত্মার বদলে পেয়েছি শূন্য স্থান।
পরিযায়ী উত্তরগুলো ভিন্ন কোথাও সংকলিত হয়, কালো-সাদার দাবার গুটি হয়ে—
রুক ডুব দিল, নাইট ভেসে উঠল।
প্রার্থনা স্তম্ভ ভেঙে পড়ছে প্রশ্নের ভারে।
পুকুরটা রিফ্রেশ করি। কোনো মাছ লোড হয় না।
কোথাও একটা কালো পাখি লাল হয়ে ঝলসে উঠল।