হে বিধাতা ,তুমিই ত্রাতা -
শুনেছি ঐ লোক মুখে ,
আসলে বিপদ সম্মুখে,
দাও নাকি তুমি রুখে ।
আজকে তুমি কোথায় গেলে?
মানুষের এই সঙ্কট কালে ?
করছে মানুষ প্রার্থনা,
হচ্ছে কত আরাধনা ,
এসবের কিছু তুমি কি দেখতে শুনতে পারছনা ?
মানুষ কি এতই বোকা,
একরোখা ?
অনন্তকাল মানুষ তোমায়  রেখেছে মাথায় করে,
মন্দির,মসজিদ, গির্জা কত নতুন ভাঙে গড়ে ।
মানুষে মানুষ ভেদাভেদ হয়েছে তোমার নাম করে ।
তবে কোথায় তোমার অস্তিত্ব,
প্রশ্ন জাগে মনের পারে ।
সঙ্কটে আজ ঈশ্বর, নাকি মানবকুল ?
বিপদ কি আজ শিখিয়ে দেবে,
ঈশ্বর কি বিশ্বাসে, নাকি মনের ভুল ।।