মঙ্গল গ্রহ থেকে এসেছে এক প্রাণী,
উদ্ভট রূপ তার অদ্ভুত বাণী ।
তিনখানি চোখ তার, চারখানি হাত,
কপালেতে আলো জ্বলে হয় যখন রাত।
উচ্চতা হাত চার, লেজ হবে ছয়,
লাল-নীল মুখ দেখে হয় খুব ভয়!
বুং-বাং আওয়াজ, কি যে বলে কথা,
আনন্দ পায়, নাকি কোন ব্যাথা?
লাফিয়ে লাফিয়ে চলে, কি যে তার গতি!
ট্রেন যায় হার মেনে-বুঝিনা কি মতি।
খায় সে হাওয়া আর সূর্যের আলো ,
মন্দ নয় সে, এমনিতে ভালো ।
বন্ধু হয় সে, ভিনগ্রহী যে ,
এসেছে বেড়াতে এই পৃথিবীতে ।
ছোট ছোট শিশুরা বন্ধু যে তার,
জাদুখেলা তার মত কে পারে আর?
ফিরে যাবে ভিনগ্রহে মঙ্গলবার রাতে,
পারব কি তাকে আমরা ভোলাতে!