টিকটিকি হেসে কুমিরকে বলে,
আমি থাকি দেওয়ালে আর তুমি থাক জলে,
আমি একরত্তি, তুমি এত বড়
আমাদের বন্ধুত্ব কি চলে?
এই কথা শুনে কুমিরের মন গেল গলে।
বলল কুমির, এস বন্ধু কাছে আমার চলে।
বন্ধু না হয় দেখে ছোট-বড়,
সেই হয় বন্ধু যার মনটি বড়।
বন্ধু মানে দূরে নয়, থাকা সদা পাশে,
থাকনা আনন্দ কিবা দুঃখ,থাকে সদা উল্লাসে।
হাতে হাত রেখে সদা একসাথে চলে,
ছেড়ে যাওয়ার কথা কভু না বলে।
শুনে টিকটিকি কুমিরের পিঠের পরে চড়ে,
দুই বন্ধু মিলে পুরো জলাশয় ঘোরে।
কুমির বলে বন্ধু তুমি আমার একদম ঠিক,
টিকটিকি বলে শুনে, টিক-টিক-টিক।।