বলব বাংরেজি,পড়বো কোর্ট-টাই,
না বলে নমস্কার করি মোরা হায়,
নকল করিতে মোরা না শরম পাই,
নিজের কৃষ্টি কোথায় যে যায়?
ধুতি,শাড়ি ,পাঞ্জাবি গেছে অস্তাচলে
একেই তো খিচুড়ি কালচার বলে ।