এক ) একটি কথা মনে রেখো নিশ্চয়-
       ব্যবহার হলো তোমার আসল পরিচয়-
       শিক্ষার মান শুধু শংসাপত্রে -
       সু-ব্যবহার যোগ করে ভালো জীবন গড়তে ।

দুই ) ভালো যদি হয় তোমার আচার-আচরণ-
       নিরক্ষর হলে পরেও ,কারে সবার মন-
       মনুষ্যত্ব ছোট শব্দ, অর্থ অনেক বড় -
       ভালো আচরণে জীবন খানি গড় ।