নক্ষত্র তুমি গানের ভুবনে,
অশ্রু ঝরিছে আজ মোদের নয়নে ।
অমর থাকিবে তুমি মানুষের মনে,
কণ্ঠ শ্রমিক তুমি,সাধনা যে গান-
তোমার সঙ্গীতে উচ্ছ্বসিত প্রাণ ,
গানের ভুবনে ছিল ,যে প্রাণের গতি -
নক্ষত্র পতনে আজ তাহা অপূরণীয় ক্ষতি ।
ভক্ত তোমার নর, নারী, বৃদ্ধ ও কিশোর,
অমর রহিবে তুমি "এন্ড্রু কিশোর"।