মানুষের সাথে মারি হয়ে বাঁচে স্নায়ুভূক স্মৃতি
স্মৃতি হত্যার মধ্য দিয়ে অপরাধের ইতি টানছি
এবং অস্ত্রবিহীন ধরাশায়ী করি পরিযায়ী ভালোবাসা।
বেঁচে থাকার জন্য যদি পুরনো প্রেমের স্মৃতি আওড়াতে হয়—
তবে এ মহাপাপ সহস্রাব্দ পূর্বেই করেছি।পৃথিবীটাকে সম্ভ্রান্তদের ক্যাসিনো
ভাবতেই পারো—যেহেতু হৃদয় বাজি রাখার কৌশল তুমি জানো।
শূন্যবাদের জটিল সমীকরণ লিখছি কিন্তু আমার নিঃসঙ্গ লাগছে না কেনো?
যার প্রণয়ের বোঝা ধারণ করার ক্ষমতা নেই—তার পেঁচা ডাকা নিঃস্তব্ধ রাত আছে।
পৃথিবীতে মরণব্যাধির পরও কিছু রোগ থাকে যেসব সাড়ানোর সক্ষমতা
মানুষ হারিয়েছে...
রাত্রিগুলো হয়ে উঠেছে—
জীবিতদের সৎকার
ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ
কিংবা অনুগত সম্প্রদায়ের হত্যা সম্পর্কে বিচক্ষণ স্বভাবী।
মানুষ মূলত মুখোশের আড়ালে লুকিয়ে থাকা হিংস্র পশু—
যাকে একমাত্র সময়ই চিনতে পেরেছিলো।
আমাদের কক্ষগুলোও নিরবে অপরাধ করে—
কিছুক্ষণ পূর্বেও মনে হলো সবই অপরাধ এবং আমি প্রতিনিয়ত যা লিখেছি।