সামান্য পাপ নিয়ে বেঁচে থাকাটাও অপরাধ যখন
               ক্ষমা কোরো প্রভু হত্যার কৌশলে পৃথিবী ব্যস্ত এখন।


মৃত্যুর মূল্য হাঁকা হচ্ছে অভিজাত নরকে—আমার পর্যাপ্ত অর্থ নেই,
আমাকে বরং পিচ ঢালা রাস্তায় পিষে ফেলুন রাষ্ট্র কিংবা
একটি অগ্নি দূর্ঘটনার শব
ডুবন্ত জাহাজের যাত্রী হলেও মন্দ হবে না—
যেহেতু আমার যথেষ্ট অর্থ নেই যা দিয়ে কফিন কিনে নিতে পারি।

ধার করা অর্থে কেনা কফিনে কিছুকাল শান্তিতে ঘুমোতে পারবো—
তবে মাংস খসে যাবার পূর্বেই অস্থিগুলো তুলে তৈরি হবে ফাইভস্টার হোটেলের ডিস প্লেট
কিংবা চলে যাবে আইটেম সেটে। যে লোকটির কাছে আমি ঋণগ্রস্থ—
উনিও নিলামে উঠাতে পারেন ২০৬ খানা অস্থি।

শত্রুকে বলেছি গোপনে দেহটা কসাইখানার কাউকে দিয়ে দিও—প্রতিশোধস্পৃহা পূর্ণপূর্বক
লভ্য অর্থে আরো কয়েকগ্লাস মদ পান করতে পারো।

মানুষ অন্ধ আইন শক্তিশালী— স্বাভাবিক মৃত্যু যেহেতু ব্যায়বহুল যাদের সামর্থ নেই
ডগ সুইসাইড স্কোয়াড কিংবা আওকিগাহারায় নির্বাসিত করা হোক—

এবং শেষবারের মতো রাষ্ট্র আপনাকে কৃতজ্ঞতা জানাতে চাই।