মৃত্যু আসছে—কবর খুড়ে গোরখোদক লিলিথ দেখায় প্রলোভন,
                     সে কি জানে না মরেছে শরৎকাল ;প্রেম ভালোবাসা দুটোই প্রাক্তন।




একটি গোলাপ হত্যার মাধ্যমে ভালোবাসা বিনিময়ের অপরাধে মৃত্যুদন্ড পেতে হলো লোকটিকে।


ফুলের প্রতি গাছেদের ভালোবাসা যেদিন ফুড়িয়ে যায়—
পৃথিবীর সকল ফুলেদের মরে যেতে হয়।


প্রকাশ্যে প্রেম সম্পর্কিত ইশতেহার পাঠানোই ছিলো অপরাধ—তাকে নির্বাসিত করো
মৃত্যু উপত্যকায়। যাদের জন্মচিহ্ন নেই,উল্লেখ কোরবার যোগ্য নেই কোনো অস্তিত্ব—
তাদের নিশ্চিহ্ন করো বোলে চিৎকার করে উঠে মৃত্যুর শাদা রুমাল।


ভালোবাসার কৌশল জানি না—শুনেছি তার শেষ গন্তব্য নাকি নরক
ক্রমান্বয়ে সে উত্তাপে ক্ষয়ে যাচ্ছি প্রতিদিন।


মেয়েটা একজন কবির প্রেমে জড়িয়েছিলো আমি বিশ্বাস করি নি
তাকে ছোবার আজ বড্ড আকাঙ্ক্ষা হচ্ছে—জড়িয়ে ধরে চুমু খাওয়ার তীব্র মোহে
বেচে থাকার ইচ্ছে হচ্ছে—জেনো মৃত্যুপথযাত্রী কখনো মিথ্যে বলে না।



রাষ্ট্রকে বললাম, আপনার প্রভু আছে?—উনি নিশ্চয় ক্ষমাশীল,আমাকে ক্ষমা করে দিতে বলুন
কৌশলে জেনেছি পৃথিবী মানুষকে কিছুই দিতে পারে না মিথ্যে প্রতিশ্রুতি ছাড়া।