সংঘাত নয় শান্তি চাই মর্মে নিজেকে জোরপূর্বক মানুষ ভাবতে চাইলাম।

লোহার টুপি পরিহিত একজন বুকে পিস্তল চেপে জিজ্ঞেস করে—মুসলমান হো?
বললাম আমি মানুষ। বুক ফুটো করে সশব্দে বেড়োয় বুলেট,শূন্য হয় রিভলবার।

ক্যাপিটালিজমের অজুহাতে বিভক্ত হচ্ছে ঈশ্বর— ওরা আমার শিরশ্ছেদ করে
দেখুন গৌতম দেখুন যীশু পৃথিবীটা আর মানুষের নেই

কিছু লোক বাইবেল পোড়ালো
কিছু লোক ভেঙে ফেললো দেবতাদের

ধর্মেরা আঘাত পাচ্ছে এবং অশ্রাব্য ভঙ্গিমায় কটুক্তি—ওরা বলেছিলো
ধর্মের জয় প্রার্থণায় নয়—প্রতিপক্ষকে লুটিয়ে করতে হয়।

পৃথিবীতে উদ্ভট একদল প্রাণী বাস করে—
নিজেদের সভ্যতা রক্ষার বিপরীতে যুদ্ধকে বেছে নেয়
পারমাণবিক জ্বিভ দিয়ে শোষণ করে স্বদেহের রক্তমিশ্রিত মাংস।

নিজেকে বৃথাই জোরপূর্বক মানুষ ভাবতে চাইলাম।