সন্ধ্যার ঘরে প্রবেশের পরে আকস্মিক দুচোখ আঁধারে মলিন
জন্ম থেকে মৃত্যু অবধি পাপের হিসেব দিয়ে চলে যায়—
কাঁধের দু'পাশে বসে থাকা কেরামান কাতেবিন
আমি হতবাক চিত্তে ভেবে নিই আয়ু এত দ্রুত কীভাবে ফুরায়?

ভয়ংকর রূপ নিয়ে কবরে বসে থাকে মুনকার নাকীর
উত্তর ভুলে যাওয়া প্রশ্নের জবাব নেই আমার কাছে
ক্রোধে বলে উঠে,"পাপ যে বেড়েছে অনেক"—অপরাধে নত করি শির
ঐশ্বরিক আঘাতে ছিন্নভিন্ন হয় শরীর, মুন্ডু পড়ে থাকে পাছে।

মুখে আওড়াচ্ছি প্রার্থনার শ্লোক হাজারো—জ্বিভ কেটে নেয় ওরা
রক্ষার মহৎ উদ্দেশ্য চিৎকার করে আবারো—
"প্রভু ক্ষমা করো আমায়।"

হাবিয়া জাহান্নামের নদীতে মোমের মতো গলে যাচ্ছে দেহ—
দুঃস্বপ্ন দেখার স্বাধীনতা হরণ করো হত্যার আকাঙ্ক্ষাসহ।
স্রষ্টার প্রিয় হতে জেনো অনেকটা সাধনা বাকি—
স্বর্গ হারানোর ভয় বলে কোথায় লুকিয়ে রাখি?