দীর্ঘশ্বাস ফেলো না প্রিয়
                পৃথিবীটা নরকের একটি অংশমাত্র ।


প্রেমিকারা অন্যের রক্ষিতা হলে আমাদের ব্যক্তিগত দুঃখ বেড়ে যায়
রাতগুলো উপভোগ্য হয়ে উঠে মারিজুয়ানায়
পৃথিবী যাদের ঘৃণা করে নরক তাদের নিমন্ত্রণ জানায়।

গোয়ালঘাটে বয়স্ক লোকটি বলতো—
"মায়ায় পড়লে দিন রাইতের তফাৎ বুঝন যায় না"

কাবেরী অনিচ্ছার অসুখ নিয়ে বেচে রই—
তুমিও কী?
শরত বিকেলে এক কাশফুলকে সাক্ষী রেখে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম—
কেবল মৃত্যুই আমাদের হাত পৃথক কোরবার ক্ষমতা রাখে।

এখনো হেমন্ত লুটিয়ে পড়ে শীতের বারান্দায়
তোমার অশ্রুপাত কুয়াশা হয়ে ভিজিয়ে দেয় আমার সোয়েটার—
বাধা দেয় সূর্যালোকে বাইরে যেতে ।

মানুষ পরম নয়—
বিষয়টি উপলব্ধি করি যেহেতু তত্ত্বের স্রষ্টাকে দাফন করা হয়েছিলো
এবং পরস্পরকে স্পর্শ করে আমাদের প্রতিজ্ঞা ঢেকে দেয় মিথ্যের ছায়া।

আমাদের কেউ নয় আপেক্ষিকতার কফিনে শুধু ভালোবাসা শব্দটাই বেচে থাকে।