চোখের তীক্ষ্ণ দৃষ্টি আমার হৃদয়ে বিধে—সৌন্দর্য স্পর্শ করে মনকে
এক নৈসর্গিক ভালো লাগা থেকে জন্ম নেয় হাজার বছর আগে হারানো সুর—
সৃষ্টি হতে চায় ভালোবেসে অমরত্ব লাভের অধ্যায়।
বহুবছর তোমাকে পড়ে পড়ে আমার সময় কেটেছে—
পৃথিবীর পথে আমাদের দ্যাখা হয় না—তুমি কি আমাকে খুঁজতে চেয়েছো কোনোদিন?
গভীর আধারে ডুবে যাওয়া রাতের পথে—আলো ভেবে আজো তোমার পিছু ছুটে চলি।
আবিষ্কার করি নক্ষত্ররা আকাশের বুকে সাজানো—
অনেকটা তোমার ইয়ারিং এ কয়েকশত পাথর । বার্তাবাহক পাখিরা কি এখনো পৌছোয় নি?
কর্নেলিয়া,তোমাকে বলা হয় নি—
নিশ্চয় এমন পাখি আছে আমার জীবন যার কাছে এবং কোনো এক শিকারীর বুলেটে পাখিটি উড়ে যাবে—
তুমিই কি ছিলে সেই শিকারী?