সেই তো এলেই তুমি,
গোধূলি সন্ধ্যার প্রদীপ হয়।
ফাল্গুনী ফুলের সুভাস হয়ে।।
সেই তো এলেই তুমি,
স্বপ্নময়ী জ্যোৎস্না তে।
হৃদয়ে মায়াবী জাল বিছাতে।।
সেই তো এলেই তুমি,
রজনীগন্ধার গুচ্ছ তুলে।
শঙ্খ পালের দোলা দোলে।।
সেই তো এলেই তুমি,
নীল আকাশের সাত রঙ হয়ে।
সাত সাগরের ঢেউ হয়ে।
যেন ছোট্ট একটা নদী
বইছে আঁকা বাঁকা।
অফুরন্ত শুভেচ্ছা প্রিয় কবি।
হার্দিক শুভকামনা রইল প্রিয় কবি ।
শুভ রাত্রি ।