কিছু মানুষের কাছে পৃথিবীর বাগানের ফুল পছন্দ,
কিছু মানুষের মধ্যে পৃথিবীতে আমার পছন্দ তোমার খোপার বৃঙ্গরাজ।
কিছু মানুষের পৃথিবীতে বৃষ্টি পছন্দ,
কিছু মানুষের মধ্যে আমার পছন্দ স্নানিত কেশ।
কিছু মানুষের পৃথিবীতে দমকা হাওয়া পছন্দ,
কিছু মানুষের মধ্যে আমার পছন্দ দমকা হাওয়ায় চুলের আড়ালে লুকায়িত মুখ।
কিছু মানুষের পৃথিবীতে রবির কিরণ পছন্দ।
কিছু মানুষের মধ্যে আমার পছন্দ সকালের হাসি।