তোমার নূপুর চরণে
নূপুরে নূপুরে গুঞ্জন উঠুক আমার শ্রবণে।
তোমার আগমনে গুঞ্জন হয় আমার কাননে।
ওহে তিলোত্তমা! আমি বারবার চেয়ে দেখি মুগ্ধনয়নে।
অধীর প্রতীক্ষা শুনিতে পায়
ব্যাকুল হৃদয় শুনিতে চায় নূপুর ঝংকায়।
আঁকবো তুলিতে যতনে রাখিবো মন যেন আপনায়।
আহ: কি মাধুর্য তোমার চরণে
ওগো তিলোত্তমা তোমার দহনে
কাছে আসো, মোর সংখিনি পড়াই নুপুর আপন হাতে।
আমি খুঁজেছি সাধ্য ছিল যা
খুঁজে পেয়েছি তোমার অঙ্গে মিশে আছে নুপুর ও লাল আলতা।
শিশির বিন্দু ঘাম বয়ে চলে যেমন বনলতা
মনোমুগ্ধ করেছে অঙ্গে জড়ানো নুপুর ও লাল আলতা।