কখনো দিপান্তরের স্টেশনে গিয়েছ,
সবকিছু সীমাহীন শুধু আমি নির্জনে।
ফুল যেমন সুভাষ ছড়ায়,
একাকীতা বিরহের প্লাবন ঘটায়।
বিষণ্ণতা কেটে যায় রাত,
জানিনা কখন সূর্য উঁকি দেয়।
ভোরের পাখিগুলো আর ডাকেনা,
তোমার অবসাদে তারাও উদাসীন।
সময় থমকে গেছে! তারাও বিমোহিত,
কখন জানি সেকেন্ডের কাটাটি বন্ধ হয় যায়।