আমরা বীর -
অন্যায়ের বিরুদ্ধে করিনা নত শির।
ঐক্যের আহ্বায়ক হিসেবে রব চির স্থির।
ধূলিসাৎ হোক ভেদাভেদ, হোক চৌচির।
আমরা আবু সাঈদ -
সাহসী ছেলে মোরা দিবো বুক পেতে।
দেশের জন্য জীবন দিতে প্রস্তুত ক্ষতি নেই এতে।
শাসকের যেমন শাসন ক্ষমতা আছে আমাদের আছে শক্তি,
যতই করো শোষণ মোদের লড়াইয়ে পাবো মুক্তি।
আমরা মুগ্ধ -
পানি লাগবে পানি,
মুক্তির পথ একসাথে লাঙ্গল টানি।
শ্বাস রুদ্ধ চেহারায় নত হবেনা সংগ্রামী,
স্বাধীনতা আবার ফিরিয়ে আনব মোরা শক্ত পাঁজর গড়ি।