আমি হাসির ফেরিওলা ভাই
সারাদিন হাসি বেচি তাই ।
বলো কে নেবে হাসি ?
বৃদ্ধ নতুন টাটকা বাসি ।
কেমন হাসি চায় গো তোমার ?
সেপাই মন্ত্রী বা দানব রাজার ।
পাগলা বাউল ফকির স্বর্বহারা
কারণ ছাড়া অট্টহাসি হাসে যারা ।
উড়ুৎ-ফুড়ুৎ কিচির-মিচির
পায়রা শালিক চড়াই তিতির ।
পাগলা হাতি বুনো হুলো
কেমন হাসি এদের গুলো ?
সরু-মোটা লমবা-বেঁটে
মন্দ - ভালো ও বিদঘুটে ;
হাসির পেটো হাউয় তুবড়ি
ভর্তি আমার হাসির ঝুড়ি ।
নরম গরম কঠিন সোজা
হাসির চাবি মাথায় গোঁজা ।
নাও গো হাসি যেমন খুশি
সাদা কালো দেশি বিদেশি ।
বিঃদঃ--পরের অংশ আগামি দিন ।