যে যাই বলুন না কেন
যে যাই বুঝুন না কেন
সম্পর্কের ক্ষেত্রে আমি ভিন্ন সঙ্গায়ণে বিশ্বাসী।
দিন শেষে হেলে পড়া ক্লান্ত মনের ভাষা
যে বুঝতে চাই না
অথবা অনেক অভিমানের পরে
মাথা চাড়া দিয়ে উঠা আবেগের কুণ্ডলীতে
যে পরম অনুরাগের ছিটে ফোটাও দিতে চাই না
বা দিতে আগ্রহী নয়
সে সম্পর্কে আমি বিশ্বাসী নই।
আর যাই হোক
আমার উপাখ্যানে সেটা সম্পর্ক নয়।
আচ্ছা নূন্যতম অধিকার বোধ ছাড়া
কি কোন সম্পর্ক হতে পারে?
আমার তো জানা নেই,
জানতেও চাই না!
আমার ব্যাকারণে তো
সম্পর্ক আর অধিকার একই সুতোয় গাঁথা।
কথার ফুলঝুড়িতে মায়া, টান আর ভালবাসার
বুলি আওড়িয়ে তো কোন লাভ নেই
সেটা সম্পর্কে, বন্ধুত্বে বা আত্নীয়ে
যে পর্যায়েই হোক না কেন।
হৃদয়ের তলদেশে পড়ে থাকা
ছোট ছোট ইচ্ছে, অনুভূতি, স্বপ্ন বা অব্যাক্ত আহ্লাদে
যে সম্পর্ক সামান্য উঞ্চতা দিতে পারে না
আর যে যাই ভাবুন না কেন
নামকাওয়াস্তে সে সম্পর্কের প্রয়োজন বোধ করি না
আর সেটাকে আমি সম্পর্কই মনে করি না।