আমার স্বপ্নের দেশ বাংলাদেশ
তুমি বিশ্বেরই বিষ্ময়,
পদ্মা মেঘনা যমুনায় কৃষাণের এই বাংলায়
আমার বাংলা মায়ের জাগরণে অবাক সবাই
নির্বাক চেয়ে রয়।
স্বপ্ন এঁকে স্বপ্ন মেখে স্বপ্নে ডানা মেলে
আকাশে বাতাসে ফুলে ফুলে হেসে খেলে
তোমার জয়ো গান গেয়ে যাই
দলে দলে,
মাগো আমরা তোমার অবুঝ ছেলে
ঠাঁই দিয়েছো তোমার কোলে
কতো আদর কতো মমতায়।
তলাবিহীন সেই ফেলনা ঝুড়ি
দিয়েছি আজ সোনায় মুড়ি
বাংলার মায়ের ঘরে ঘরে
সোনার ফসল গিয়েছে ভরে,
বৈরাগীর সুরে সুরে বর্ণমালার মন গভীরে
অমর কবিতা তোমার শোভা পায়।
ঘরে দোয়ারে বহিঃ দরবারে
আসুক না বাঁধা যত
করবো না মাথা নত,
শপথ নিলাম তোমার নামে
লাল সবুজের রঙ্গিন খামে
রেখে দিলাম অগ্নি প্রত্যয়।