সতেরই অগাস্ট
শেষ সকালের বাংলাদেশ।
ঝলসে গেলো হঠাৎ ঘাতকের হিংস্র থাবায়,
বাংলা মাতার প্রতিটি অঙ্গ
পুড়ে গেলো ধর্ম এসিডে,
জাতির বুক থেকে কলঙ্কের এ দাগ
কখনো কি মুছে যাবার!
প্রথম থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ
এমন কি পৃথিবী সৃষ্টির ইতিহাসে
কোন দৃষ্টান্ত আছে কী ?
বোমা বারুদের আগুনে একটি
দেশ মাতার সমস্ত শরীর পুড়েছে
পোড়া মাংসের গন্ধ বাতাস থেকে বাতাসে
মানুষের নিশ্বাসে-নিশ্বাসে !
হ্যা, সতের আগষ্ট
শেষ সকালের বাংলাদেশ,
মহাকালের পাতায় রচিত এক জীবন্ত-কাব্য ।
যে নষ্ট বিষ আজ দেশ মাতার মুখে পড়েছে
বিকৃতির করাল পাথর যে আঘাত হেনেছে
জাতির বুকে, ভেঙেছে জাতির পাজর
তার শেষ কোথায় !
শেষ কোথায় !!
(প্রকাশঃ ২০০৫ ইং)