জন্মেই পথ থেকে আমি পথে
পথে পথে পথের পথিক।
আমি সহস্র পথের পাথেয় নিয়ে
এসেছি নানা পথ পেরিয়ে।
খুঁজেছি আমি আপন ঠিকানা
পথ থেকে পথে জীবনের
খোঁজে আমি দুর্বিনেয়।
হরেক পথ পাড়িয়েছি আমি...
লাল পথ নীল পথ
সাদা পথ কালো পথ।
জানা অজানা অনেক পথ ।
তবুও এই আমি আজো
ঠিকানাহীন এক পথে ।
পথে পথে অনেক দেখা মিলেছে
সুখ-দুঃখ হাসি-কান্না ব্যথা-বেদনার!
দুঃখ আমার সাথে
বেদনাকে সঙ্গে নিয়ে
সে তাে চিরন্তন আমার সাথী।
পথের প্রতিটি প্রান্তে ক্ষণে-ক্ষণে
শন্তিকে খুঁজেছি, চেয়েছি আপন মনে,
পেয়েছি মাঝে-মাঝে একটু-একটু
তবু পথে পথে
পথের খোঁজে হেঁটে চলেছি।
(প্রকাশকালঃ ২০০৫)