সে এক নান্দনিক নির্মমতা,
জীবনের আকাশ আজ ধুয়াচ্ছন্ন,
হৃদয়ের কক্ষপথে প্রতিটি গ্রহের আবর্তন
পুরাণ পজ্ঞির অন্তর্ধানে আজ যেন
আপন গতিতে ফিরতে চাই!
ঐতিহ্যের অতীব সৌন্দর্য নিগড়ে,
এর্ন্টাটিকার শুভ্রতা আজ হারাতে চায়
আটলান্টিকের নীলে,
পার্থিব সকল কানুন উগড়ে
সভ্য সামাজিকতার নির্ঘাত দায় এড়িয়ে,
সত্য আজ বেরিয়ে আসতে চায়
সত্যতার সমহিমায়,নিগুড় দগ্ধতায়।
দেহ মন প্রাণ, বিমূর্ত মৌনতায় অনির্বাণ,
ওগো প্রিয়, মুক্তি চাই,মুক্তি চাই,
হৃদয়ের ঐকাতনে,আপন মহিমায়।
তবে কেন গেয়েছো তুমি নির্বাক মুক্তির এ গান!
সময় তো আজ বড্ড অসময়ে
দুর্বার অশ্ব ছুটে চলে ঐ দিগন্ত মাড়িয়ে।