সময়ের কৃষ্ণ আবর্তে
কস্টের উত্তাল মিছিল ধেয়ে আসছে
বুকে শানিত রক্তের প্লাকোডে লেখা,
মুক্তি চাই, মুক্তি চাই!
দেহের রক্তক্ষরন নিঃশ্বেষ হলেও
নিঃশ্বেষ হয়না হৃদয়ের দহন
চক্ষু গহ্বরে অজস্র প্রশ্ন আজ অগ্নিযোগে,,
এ তবে কেমন জীবন, কেমন জীবন!
জীবনে ভার আজ নির্ভার করে
দিন শেষে হিবেবের শূন্য পাতায়
পূর্ণ দীর্ঘশ্বাসও নিরবে মুক্তি চাই,
দেহ-মন মুক্তি চাই, জীবনও মুক্তি চাই।
বলো কে আর মুক্তি দেয় কারে
সকলেই যদি মুক্তি চাই সমস্বরে?