চুন সুড়কির মতো খসে খসে পড়ছে
তোমার গ্রহ পুজ্ঞে ভিড় করা
আমার স্বপ্নের পালক গুলো,
আমার সকল অনুভুতির বাঁচা মরা
আজ তোমার আপান খেয়ালে,
অবিরাম অভিমানের ডেউ
তোমার তটনীর বালুচরে
বেমালুম মুখ থুবড়ে পড়ে।
তোমার সরোবরে, মুখরিত সৌরভে
সহস্র বছরের আকাঙ্খা আজ
ছ্যাত ছ্যাতে ছত্রাকে ধরেছে,
সময়ের ব্যবধানে আজ
রক্তাক্ত হৃদয়ে দম বন্ধ করে
জীবনের তামাশা দেখছে,
যাও আজ তবে তোমাকে
মুক্ত করে দিলাম প্রিয়।
আর কোন দাবী রাখতে চাই না,
প্রেমের সুতোয় বোনা অধিকারের মালা
তোমার অকারণ হেয়ালিতে
পুড়ে পুড়ে আজ নিঃশ্বেস!
আজ কোন অধিকার নেই,
আর কেউ ভালোবাসার দাবী নিয়ে
তোমার মুখোমুখি দাঁড়াবে না,
বলবে না আর ভালোবাসি
আজ তবে তুমি মুক্ত
ভালবাসার বেড়ী থেকে
তুমি আজ মুক্ত!