শরতের শুভ্র আকাশে
চাঁদের সেই মায়াবি জোছনা
কিম্বা তাঁরায় তাঁরায় সুরের কাহন
ফুলে ফুলে ভ্রমরের গুজ্ঞন,
সমুদ্রের বুকে ভেসে থাকা
গাঙ্গচিলের রৌদ্রদগ্ধ পালকের গন্ধ।
কোন কিছুতেই মন টানে না আর।
সংসার নামক পাগলা ঘোড়ার লাগাম ধরে
জীবন মঞ্চের দরকষাকষি
অথবা দ্বায়িত্ব নামক কালা পাথরের ভার,
রাত জেগে কবিতার প্রহর
কোনকিছু ভালো লাগে না আর,
সত্যি বলছি
কোন কিছুই মন টানে না আর।
তোমার নাভীপদ্মের সেই মাতাল গন্ধ
বক্ষ গহ্বরের কোমল পরশ
এমনকি তোমার নিতম্বের উষ্ণ ঝাকুনি
কিম্বা ঠোঁটের উত্তাপ্ত আবেদন
কোন কিছুই মন টানে না আর
কোন কিছুতেই না!
সবকিছুই কেমন যেন আজ পানসে লাগে
কেবল মৃত্যুকেই সত্যি বলে মনে হয়
মৃত্যু সুধাপানে তাই মন যে পাগল প্রায়।