আমি কি করবো বলো
আমি কেমন যেন হয়ে গেছি।
দিন দিন কোথায় যেন হারিয়ে যাচ্ছি
কোথায় হারাচ্ছি একটু একটু করে নিজেকে
উত্তর জানা নেই
কোন গন্তব্য জানা নেই।
কক্ষপথ থেকে বিচ্যুত উল্কাপিণ্ডের মতো
বিস্তীর্ণ মরুর বালুঝড়ে
অথবা সিংহল সমুদ্রের উত্তাল ঢেউয়ে,
নাকি পরাস্থ জীবনের প্রতিটি দীর্ঘশ্বাসে
বঞ্চনা মোড়ানো প্রতিটি কষ্টের বাঁকে বাঁকে
আমি দিন দিন হারিয়ে যাচ্ছি।
দিন দিন কোথায় যেন আমি হারিয়ে যাচ্ছি।
আমি কি করবো বলো
প্রেমিক হিসেবে আমি বড্ড কট্টর।
তোমার রাজ্যে একমাত্র আমিই উত্তম পুরুষ হিসেবে থাকতে চাই
আমিই উত্তম পুরুষ তোমাতে বাঁচতে চাই
আর নেড়ী কুত্তার মতো ঘেউ ঘেউ করতে থাকা পৃথিবীর সকল কাপুরুষকে
ঝাটা পিটে করে আবর্জনার ভাগাড়ে …।
আমি কি করবো বলো
প্রেমিক হিসেবে আমি বড্ড কট্টর হয়ে উঠেছি
আমি কেমন যেন হয়ে গেছি
দিন দিন কোথায় যেন হারিয়ে যাচ্ছি
ছাব্বিশটা বসন্ত খরচা করে যে তোমাকে পেয়েছি
তুমি হলে কি হারাতে চাইতে?
জানি না, উত্তর জানা নেই।
আমি কি করবো বলো
আমি কেমন যেন হয়ে গেছি।
দিন দিন কোথায় যেন হারিয়ে যাচ্ছি,
কোথায় হারাচ্ছি একটু একটু করে নিজেকে
উত্তর জানা নেই।