কেন পালিয়ে বেড়াও এ জীবন থেকে
মন ছুয়ে মন নিয়ে দুর অজানায়
আমায় বেধে রেখে স্মৃতির পাতায়
কোন অভিমানে তুমি লুকিয়ে হায়!
আমি বোঝাতে পারিনি তোমায়
আমার এ মন সে কি চাই
কত যে ভালবেসেছি তোমায়
শুধু একবার বলে যেতে চাই।
কত যে খুজেছি হায় তারায় তারায় তোমায়
কবিতার প্রতিটি পাতায় অধীর ব্যাকুলতায়
হারিয়েছি তোমায় যে ভুলের বালুচরে
ভুল ঠিকানায় ভুলের ঘোরে
সে দায় আমার একার কী করে?
তুমি বুঝতে চাওনি তোমায় বোঝাতে দাওনি
কত গল্প কত স্বপ্ন কত যে সুর
কেঁদে ফিরেছে তুমি খুজে পাওনি
কেন তুমি আজ দুর থেকে দুরে আমায় রেখে
কেন পালিয়ে বেড়াও এ জীবন থেকে?