আজ খুব মনে পড়ছে,
প্রতাপপুরের সেই কৃষ্ণচূড়ার কথা
আজ থেক ছাব্বিশটা বছর আগে যার তলে দাঁড়িয়ে
তোমার চোখে চোখ রাখতে পারিনি,
কিম্বা স্কুলের সেই বকুল গাছটি,
যার ফুলে গড়া ভালবাসার মালা
তোমাকে পরাতে পারিনি।
আজ এতোটা বছর পরে
সেই তুমি চোখে চোখ রেখে
হৃদয় মন্দিরে পূজারী হওয়ার সম্মতি প্রার্থনা করছো,
নিবিড় মৌনতায় শুকিয়ে যাওয়া সেই
বকুলের গন্ধ উপলব্ধি করতে চাইছো!
চল্লিশটা বসন্ত পেরিয়ে, আজ এখানে
জয় পরাজয়ের হিসাব নিকাশ বা
চাওয়া পাওয়ার দর কষাকষি করতে আসিনি।
জীবনের হিসেব টা বড়ই অদ্ভুত তাই না?
সেদিনের সেই সরল ভালবাসার পদতলে
তোমার স্পাতসম অহংকার আর আভিজাত্যের রং
আজ মুখ থুবড়ে পড়েছে!
এভাবেই যুগে যুগে বেঁচে থাকুক,
পৃথিবীর সকল ভালবাসা,
জয় হোক ভালবাসার।