আজ আমি ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়ে
রক্তে রচিত পনেরই অগাস্টের পাতায় চোখ রেখেছি
আর নির্বাক চেয়ে দেখেছি,
মোশতাক ফারুক গং'দের আহট
হুদা-নুর'দের বুলেট বেয়নট
আঁধারের বুক চিরে কালের গহ্বরে
চিরতরে মুছে দিতে চেয়েছিল
এক জীবন্ত কিম্বদন্তীর উপখ্যান!

ওরা বোধ হয় ভুলেই গিয়েছিল
ভাষার দাবীতে পথচলা
ছয়দফা হতে আগারতলা
দেখিয়েছেন যিনি দীপ্ত লীলা,
অগ্নিঝরা সাতই মার্চ রক্তে আঁকা ষোলই ডিসেম্বর
বিশ্বকে দেখিয়েছেন যিনি, লিখিয়েছেন ইতিহাস বারবার
বিশ্বের বুকে সৃষ্টি করেছেন একটি মানচিত্র,
এনেছেন লাল সবুজের পতাকা
ওরা বোধ হয় জানতো না বঙ্গবন্ধুর কথা!

সঞ্চারী তুমি লেলিহান দাবালনে
সঁপেছো প্রাণ মানবের গানে
হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
প্রাণে তুমি যুগিয়েছো প্রাণ
নিজেকে করে কোরবান
পনেরই অগাস্ট প্রথম প্রভাতে
বুকের রক্তে ঘাতকের বুলেটে
লিখে গেছো হীরক খচিত অমর ইতিহাস।
কোটি হৃদয়ে সদা জাগ্রত তুমি
তোমাতেই ধন্য আমি, পূর্ণ আমার বঙ্গভূমি।