তুমি কাল আকাশ দেখালে
আমি দুরের আকাশ দেখতে চাই না।
আমি চাই তোমার মায়া মাখা শিতল মুখখানা দেখতে।
তুমি কাল তারা দেখালে
আমি ঝলমলে তারা দেখতে চাই না।
আমি চাই দু'নয়ন ভরে তোমার নয়ন দুটি দেখতে।
তুমি কাল চাঁদ দেখালে
আমি মায়াবী ও চাঁদ দেখতে চাই না।
আমি চাই তোমার কপালের ওই কালো টিপ দেখতে।
তুমি কাল জোস্না দেখালে
আমি মিছে জোস্না স্নান চাই না।
আমি চাই তোমার হাত ধরে এ পৃথিবী'টা দেখতে।
কী কিছু বলছো না যে?
আমি চাই,
উত্তল সমুদ্রের শুন্য রেখায়
গোধূলী রাঙ্গা মেঘের ভেলায়,
মহালয়ের অমর সে প্রেমও গীতে
কিম্বা স্বর্গলোকে তোমার স্বপ্ন সারথি হতে!