আমি মিথ্যে দেখেছি
প্রেয়সীর ওই ভীরু ভীরু চোখের পাতায়,
আমি মিথ্যে দেখেছি
তার কাঁপা কাঁপা অধরের লহরী কলায়।
আমি মিথ্যে দেখেছি
প্রিয়ের হৃদয় জহরে
আমি মিথ্যে দেখেছি
তার নিত্য বলয়ে প্রতিটি প্রহরে।
আমি মিথ্যে দেখেছি
লাল গালিচায় উত্থিত রাজদণ্ডের গহ্বরে
আমি মিথ্যে দেখেছি
উন্মত্ত জনতায় ঘোষিত প্রতিটি কন্ঠে স্বরে।
আমি মিথ্যে দেখেছি
পুরোহিতের জপের মালায়, অর্চনার রন্ধে রন্ধে
আমি মিথ্যে দেখেছি
মিহরাবে থাকা কান্ডারীর প্রতিটি কান্ড মুণ্ডে।
আমি মিথ্যে দেখেছি
ক্ষুধাতুর চোখের কাননে
আমি মিথ্যে দেখেছি
তার প্রাণের প্রতিটি আকুঞ্চনে।
আমি মিথ্যে দেখেছি
শুভ্রতায় মোড়ানো বাহারী সব আঙ্গিনায়।
সত্যকে পেয়েছি শুধু ওই এক লুকমা ভালবাসায়
হৃদয়ে হৃদয় যেথা সুরের গহনে হারায় ।