তোমার জারিকৃত অনির্ধারিত ডিক্রিটি
আমার স্বপ্নের ডানা গুলো ভেঙ্গে রেখেছে,
সহস্র পাহারাদার অদৃশ্য চোখে
আমায় নজরবন্ধী করে রেখেছে,
শেষ আকুতিও যেখানে হাহাকার তুলে
নিষিদ্ধ কাটাতারে ঝুলে আছে!
দেখতে কী পাও?
দুর পাহাড়ের পাদদেশে আহত পাখিটি
বুক পেতে তোমার নিঃস্বাসে প্রাণ খুজে!