তুই কি আমার পলাশ হবি?
আমি যখন ধরতে যাবো
দেখা দিয়েই চলে আসবো
তুই কি অনেক কান্না ধরবি?
তুই কি আমার পলাশ হবি?

আমি এক বাউলা বেশে
আউলা কেশে কাজের শেষে
তাকাই যখনি,
রৌদ্রের তাপে ছায়ার পানে
ঠিক তখনি,
তুই কি আমার ছাতা হবি?

প্রিয় গানটি গাইতে গিয়ে
যদিবা আমি যাই আটকিয়ে
পরের লাইন টি সাথে গেয়ে
তুই কি আমার সহায় হবি!
তুই কি আমার শিল্পী হবি?

ভাবনা যখন উদয় হলো
রাত্রি তখন আধার কালো
লিখতে গেলে দরকার আলো
তুই কি তখন আলো দিবি!
তুই কি আমার জোছনা হবি?




কচুয়া, চাঁদপুর
২৯/০৬/২০২২ইং