হাটতে গিয়ে পরে যেতাম
         পরে প্রচুর ব্যথা পেতাম।
                ফিরে আবার না উঠলে,
দৌড় দিতে শিখত কে?

যদি আমি করতাম ভুল
        মাকে দিতাম তার মাশুল।
                ভুল টা তখন না করলে,
সফলতা দেখতো কে?

তুমার কাছে প্রশ্ন আমার
        ডাক্তার হওয়া স্বপ্ন যার।
            সুখের ঘুম সে না ত্যাগীলে,
চিকিৎসা টা শিখত কে?

বিজয়ের নেশা যার মনে
        শিখছে সে_সব কোনে কোনে।
            জয়ের নেশা না থাকিলে,
উপহারটি জিততো কে?

একটি বেলা খাবার খেতে
        কাজ করতো পরের সাথে।
                সেখান থেকে না উঠিলে,
ক্ষুধার্তের ক্ষুধা বুঝতো কে?

স্বপ্নটা যার মুক্ত হওয়া
        সেজন্যেই তো যুদ্ধে যাওয়া।
                যুদ্ধে যদি না যেতো সে,
সোনার বাংলা গড়তো কে?




কচুয়া
০৩.০৯.২০২৩ইং