পরিবেশে টুপটাপ বৃষ্টি পরে
বাতাসে ডাল নুয়ে পরে
কিছু ডাল ভেঙে পরে
আহা একি কান্ড!
তাও বলি বৃষ্টিতেই আনন্দ।
বিয়ে বাড়িতে আনন্দের ভার
বৌ পরেছে সোনার হার
বর পরেছে পুকুর পার
সবাই বলে, আহা একি কান্ড!
তাও বলি বৃষ্টিতেই আনন্দ।
নগেন বাবুর নতুন ঘরটা
বাতাসে উরেছে চালটা
গরম করে মাথাটা
বলে, আহারে বৃষ্টির একি কান্ড!
তাও বলি বৃষ্টিতেই আনন্দ।
খিচুড়ি খাবে, বিরিয়ানি খাবে
ঝগড়া করে কে কেমন পাবে?
বৃষ্টি এসে ভিজিয়ে দিলো
খাবার দাবার যত ছিলো।
সবাই বলে আহারে, বৃষ্টির একি কান্ড!
তাও বলি বৃষ্টিতেই আনন্দ।
সুন্দর একটা পাঞ্জাবি পরি
বর যাবে কনের বাড়ি
সঙ্গে নিয়ে দধির হাড়ি।
এমন সময় বৃষ্টি এলো
পা পিছলে সব পরে গেলো
কনের বাড়ির সবাই বলে
আহারে একি কান্ড!
তাও বলি বৃষ্টিতেই আনন্দ।
শুকাতে দেওয়া ধানগুলো
বৃষ্টি এসে ভিজিয়ে দিলো
সবাই কষ্টে কান্না ধরলো
তখনি বৃষ্টি বেড়ে গেলো
সবাই বলে একি কান্ড!
তাও বলি বৃষ্টিতেই আনন্দ।
বৃষ্টি যখন থেমে গেলো
পরিবেশ ঠান্ডা হলো
জলাশয় সব ভরে গেলো
সবার মুখে হাসি এলো
লোকে বলে এটা ভালো কান্ড
তাইতো বলি বৃষ্টিতেই আনন্দ।
বৃষ্টি শেষে খড়া এলো
জলাশয় সব শুকিয়ে গেলো
কারন এবার খড়া এলো
সবাই বলে আহা একি কান্ড
তাইতো বলি বৃষ্টিতেই আনন্দ।