ব্যাক্তিত্ব গড়ে নেতৃত্ব দিবো
                    গড়বো তব ইতিহাসের পাতা,
বৈষম্য ভুলে এক হয়ে লড়বো
                    কারন সমাজে আমরাই নেতা।

গড়বো গড়বো নতুন সমাজ
                    থাকবেনা কোনো শত্রুর ছাতা,
এক হয়ে মোরা পন করি আজ
                    কারন সমাজে আমরাই নেতা।

সমাজে সবার বিপদ রক্ষায়
                    চলে যায় যদি নিজের মাথা,
শহিদ হয়ে থাকবো খাতায়
                    কারন সমাজে আমরাই নেতা।

মরবেনা কেউ সুখের অভাবে
                    থাকবেনা কারো দুঃখ ব্যাথা,
নির্ভয়ে সবাই ঘুমাতে যাবে
                    কারন সমাজে আমরাই নেতা।

চলবোনা কেউ অন্যের অধীনে
                    থাকবে সবারই নিজ স্বাধীনতা,
নির্ভয়ে থাকবো রাতে ও দিনে
                    কারন সমাজে আমরাই নেতা।



কচুয়া, চাঁদপুর
১৯.০৮.২০২১ইং