প্রভাতে গাছে পাখিরা ডাকে
মায়েরা সব জাগিয়া উঠে
খাদক যায় খাদ্যের খোঁজে
আমরা কেনো বিছানা মাঝে?
মা যে বলবে উঠ রে সোনা
খেলছে দেখ ছাগল ছানা
স্কুলে যাবি করিস নে মানা
বাকি আছে অনেক অজানা।
উঠবো মোরা না করে হেলা
পড়া লেখায় কাটবে বেলা।
খেলা ধুলার ছলে আমরা
করবোনা কো মারামারি
এক হয়ে করবো কাজ
বলবো মোরা সবই পারি।

প্রশ্ন জাগে মনের মাঝে
শিশুরা কেনো কঠোর কাজে?
শৈশবে মোরা করবো খেলা
খেলা ধুলায় কাটবে বেলা
শিশু থাকবে মায়ের কোলে
কেনো তোমরা দাও তাহারে
কাজের মাঝে আদর ভুলে?
কথা দিলাম আমরা আজ
বৃদ্ধরা যদি শিখবে পড়া
তবেই মোরা করবো কাজ
আমরা যদি কাজেই যাবো
তাহলে মোরা কিশোর হবো।


বনের মাঝে বৃক্ষ তলে
বাদর নাচে তালে তালে
ময়ূর নাচে গাছের ডালে
সিংহ মামা খুদার ফলে
গর্জন দেয় হরিণ দলে।
সমুদ্র তীরে বালির ভীরে
কচ্ছপ কেনো ডিম পারে
গভীর জলে তিমিরা দেখো
তাদের দেখে প্রমোদ মাখো
গাংচিল ওই ডানা মেলে
সমুদ্র আর আকাশ কোলে
কেনোই বা চিল আকাশ জোরে
উড়ে বেড়ায় মেঘের ধারে।
এসব জানা কিশোরের কাজ
তবে, শ্রমে কেনো যাচ্ছে আজ?
যদি আমরা কাজেই যাবো
তবে আমরা যুবক হবো।



২৯.০৭.২০২২ইং
কচুয়া, চাঁদপুর